এপ্রিলে রেকর্ড ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২২, ০৮:৪৬ পিএম

এপ্রিলে রেকর্ড ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা

চলতি মাসে ২০০ কোটি ডলার বা ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।  এ খবরে আবারও নতুন করে সুবাতাস বইতে শুরু করেছে রেমিট্যান্স প্রবাতে। গত ১১ মাসের মধ্যে এটি সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। বর্তমান বিনিময়হার (প্রতি ডলার ৮৬ টাকা ৪৫ পয়সা) হিসাবে টাকায় এই অর্থের পরিমাণ ১৭ হাজার ৩৭২ কোটি ১২ লাখ টাকা।

গত বছরের মে মাসে দেশে রেমিট্যান্স আয় হয় ২১৭ কোটি ১০ লাখ ডলার। এরপর টানা ১১ মাসের কোনটিতেই রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়ায়নি। ডিসেম্বর এবং জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বাড়লেও হোচঁট খায় ফেব্রুয়ারিতে এসে। ওই মাসে দেশে রেমিট্যান্স আসে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার। মার্চ মাসে আসে ১৮৬ কোটি ডলার।  সবশেষ এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৯৫ লাখ ডলার। গত বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিলো ২০৬ কোটি ৭৬ লাখ ডলার। 

 

Link copied!