টানা দরপতনের কারণে এবার রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবি জানান তারা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মতিঝিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। পরবর্তীতে আগারগাঁওয়ে বিএসইসি ভবনের সামনে রাস্তা অবরোধ করেন তারা।
শেয়ারবাজারের লেনদেন ও সূচকের মান চলতি সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী। এ অবস্থায় আন্দোলনে নামেন বিনিয়োগকারীরা। তাদের অভিযোগ, বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বিনিয়োগকারী বান্ধব নন। তার দেড় মাসের মেয়াদে টানা ভুল সিদ্ধান্তে লোকসানে পড়েছেন বিনিয়োগকারীরা।
কমিশন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চাইলেও কোনো সুযোগ দেয়া হয়নি অভিযোগ করে বিনিয়োগকারীরা বলেন, কোম্পানিকে সুবিধা দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের দমিয়ে রাখা হয়েছে।
ব্যাংকখাত উদ্ধারে প্রণোদনা দেয়া হলেও পুঁজিবাজার নিয়ে কোনো কার্যকরী সিদ্ধান্ত সরকার নেয়নি বলেও অভিযোগ আন্দোলনকারীদের। তারা বলেন, ব্যাংকখাতের উন্নয়নে টাস্কফোর্স করা হয়েছে; সহায়তা দেয়া হচ্ছে। কিন্তু পুঁজিবাজারের জন্য সরকারের কোনো উদ্যোগ নেই।
এ পরিস্থিতিতে কোনো ব্যাংকার বা অধ্যাপক নয়, কাঠামোগতভাবে অর্থ মন্ত্রণালয় থেকে বিনিয়োগবান্ধব চেয়ারম্যান নিয়োগের দাবি তাদের।