এস আলমের সম্পত্তি নিলামে তুললো জনতা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৪, ১২:৫৪ পিএম

এস আলমের সম্পত্তি নিলামে তুললো জনতা ব্যাংক

দেশের আলোচিত ব্যবসায়ী এস আলমের সম্পত্তি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। বকেয়া ঋণের টাকা আদায়ে আগামী ২০ নভেম্বর নিলামের তারিখ ঘোষণা করা হয়েছে। 

নিলাম ঘোষণা অনুযায়ী, এক হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে এস আলম গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের জামানত সম্পত্তি নিলাম করা হবে। 

এরই মধ্যে পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনতা ব্যাংক। তবে প্রুপটির কর্মকর্তারা অজ্ঞাতস্থানে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

এস আলমের বিপুল এই ঋণের বিপরীতে বন্ধক রাখা হয় চট্টগ্রাম ও গাজীপুরে এক হাজার ৮৬০ শতাংশ জমি, যার বাজারমূল্য সর্বোচ্চ ৩৫৮ কোটি টাকা। এই মূল্য পাওনার পাঁচ ভাগের এক ভাগ মাত্র। 

এ সম্পত্তি বিক্রি করে খেলাপি ঋণ পুরোপুরি আদায় সম্ভব না হওয়ায় বাকি টাকা আদায়ে আরও আইনি পদক্ষেপের প্রয়োজন হতে পারে বলে ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

আরও পড়ুন: প্রেস সচিবের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: প্রেস উইং

গ্লোবাল ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা না মেনে ঋণসীমা অতিক্রম করে অতিরিক্ত ঋণ নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে।

এছাড়া এস আলমের বিরুদ্ধে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে তদন্ত চলছে। এরই মধ্যে তাদের সম্পদ জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

Link copied!