বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট থাকবেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হচ্ছেন মাস্টারকার্ডের সাবেক এই প্রধান নির্বাহী কর্মকর্তা।
বিশ্ব ব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী বোর্ড পাঁচ বছর মেয়াদের জন্য অজয় বাঙ্গাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত অজয় বাঙ্গা প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন।
গত সোমবার বিশ্ব ব্যাংক বোর্ড সদস্যরা চার ঘণ্টা ধরে বাঙ্গার সাক্ষাৎকার নেওয়ার পর তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেন। বোর্ড সদস্যদের সবাই তার পক্ষে ভোট দিয়েছে। শুধুমাত্র রাশিয়া ভোটদানে বিরত ছিল।
বিশ্ব ব্যাংক নির্বাহী বোর্ড বাঙ্গাকে নির্বাচিত করার পরই লিখিত বিবৃতিতে তার নাম পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে। বলা হয়েছে, “বিশ্ব ব্যাংক এ মুহূর্তে বিবর্তনের মুখে দাঁড়িয়ে। এ সময় বাঙ্গার সঙ্গে কাজ করার জন্য অধীর অপেক্ষায় আছে বোর্ড।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী অজয় বাঙ্গার জন্ম ভারতের পুনেতে। বাবা হরভজন সিং বাঙ্গা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। ২০১০ সালে মাস্টারকার্ডের সিইও হন বাঙ্গা। এর আগে নেসলে, পেপসির মতো সংস্থার দায়িত্বে ছিলেন তিনি।
বিশ্ব ব্যাংক জানিয়েছে, আসছে ২ জুন থেকে অজয় বাঙ্গার কার্যকাল শুরু হবে। জলবায়ু পরিবর্তন ও বিশ্ব অর্থনীতিতে চলমান সঙ্কটের সময়ে তার হাতে এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বলেও জানায় বিশ্বব্যাংক কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য মার্কিন যুক্তেরাষ্ট্রের মনোনয়ন দরকার হয়। গত ফেব্রুয়ারিতে অজয় বাঙ্গাকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় অজয় বাঙ্গা ছাড়া কেউ এই পদের জন্য আবেদন করেননি। ফলে অজয়ের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল।
ওই সময় অজয় বাঙ্গার মনোনয়নকে সমর্থন জানিয়েছিল ভারত, কেনিয়া, ঘানা ও বাংলাদেশ। জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠকে ফ্রান্স এবং জার্মানির প্রতিনিধিরাও বাঙ্গার ভূয়সী প্রশংসা করেছেন।