রাজধানীতে জমে উঠছে পাঞ্জাবির বাজার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২২, ০১:৫২ এএম

রাজধানীতে জমে উঠছে পাঞ্জাবির বাজার

দেশে সব বয়সী ছেলেদের পছন্দের ঈদপোশাকের শীর্ষে রয়েছে পাঞ্জাবির অবস্থান। ঈদের সকালে পাঞ্জাবি না পরলে যেন ঈদের আমেজটাই পূর্ণ হয় না। ছেলেদের ঈদপোশাকের বাজারের বড় অংশ দখল করে রেখেছে সুতি কাপড়। এর সঙ্গে অবশ্য অ্যান্ডি, খাদি ও সিল্কও কিনছেন অনেকে। তবে কাপড় যাই হোক পাঞ্জাবী গায়ে ঈদগাহে যেতেই হবে।

রাজধানীর পীর ইয়েমেনী মার্কেট, রাজধানী মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটে পাঞ্জাবী বিক্রির ধুম পড়ে গেছে। এসব দোকানে পুরুষদের প্রথম পছন্দ পাঞ্জাবি। পাঞ্জাবি কিনতে আসা ক্রেতারা বলছেন, প্রতি ঈদে নতুন পোশাক যাই হোক পাঞ্জাবি তাদের গায়ে দিতেই হবে।

ক্রেতাদের পদভারে সরগরম হয়ে উঠেছে রাজধানীর পাঞ্জাবির বাজার। নানা ডিজাইনের পাঞ্জাবিতে সেজেছে বিপণিবিতানগুলোও। অন্যদিকে একটু কম দামের মধ্যে ভালোমানের পাঞ্জাবি কিনতে ফুটপাত কিংবা ছোট দোকানগুলোতে ভিড় করছেন নিম্ন ও মধ্যবিত্তরা।

গুলিস্তান মহানগর শপিং কমপ্লেক্সের চৈতি ফ্যাশনের খুচরা বিক্রেতা মো. সোহাগ জানান, সপ্তাহের ব্যবধানে ক্রেতাদের আগমন বেড়েছে, বিক্রিও বেশ বেড়েছে। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী এখনো বিক্রি হয়নি। সোহাগ বলেন, কাপড়ের দাম বেড়ে যাওয়ায় পাঞ্জাবির দাম এবার একটু বেশি। দাম শুনে অনেকে কিনছেন না।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের আশপাশের পাঞ্জাবির দোকানগুলোয় ভিড় দেখা গেছে সবচেয়ে বেশি। মসজিদের উত্তর ও দক্ষিণ গেটের পাশে রয়েছে পাঞ্জাবির দোকান। কেউ এলোমেলোভাবে আবার কেউ সাজিয়ে রেখেছেন। ক্রেতা টানতে দোকানিরা থেমে থেমে হাঁক দিচ্ছেন- ‘হাজারের মাল ৫০০’, ‘সাতশর মাল ৩০০’।

কাপড়ের দাম বাড়ায় পাইকারিতেও পাঞ্জাবির দাম বেড়েছে-এমন মন্তব্য করেন রাজধানীর পোশাকের অন্যতম পাইকারি বাজার বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের পাইকারি ব্যবসায়ী মো. আশরাফুল ইসলাম।

মার্কেটের গুলিস্তান ইউনিটের পাইকারি প্রতিষ্ঠান বিসমিল্লাহ্ বস্ত্র বিতানের এ ব্যবসায়ী দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, আমরা মূলত ভারত, চায়না ও মালয়েশিয়া থেকে আমদানি করা কাপড় দিয়ে পাঞ্জাবি তৈরি করি। এগুলোর চাহিদা বেশি থাকে। এ বছর পাঞ্জাবি তৈরির চায়না পেনসিল, স্যামসং, লিনেন কাপড়ের মধ্যে হাজারি/চায়না বুটা কাপড়ের দাম বাড়তি রয়েছে।

গলা, বুকে ও হাতে হালকা নকশার কাজ করা পাঞ্জাবি এবার বেশি চলছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এসব পাঞ্জাবির দাম একটু বাড়লেও  ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে বলে জানান তারা।

পাঞ্জাবির সঙ্গে অনেকে বেছে নিচ্ছেন সালোয়ার। এ ছাড়া জিনসের সঙ্গেও পাঞ্জাবি পরতে পছন্দ করেন অনেকে। ১২০০ থেকে ৪০০০ টাকার মধ্যে পাঞ্জাবি বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে বেশির ভাগ ক্রেতাই দেড় হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে কিনছেন বলে জানান ব্যবসায়ীরা।

Link copied!