বয়কটের মুখে ক্লাস নিতে পারছেন না ৫৬ জন ঢাবি শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৪, ০১:০৩ পিএম

বয়কটের মুখে ক্লাস নিতে পারছেন না ৫৬ জন ঢাবি শিক্ষক

প্রতীকী ছবি

জুলাই মাসের গণঅঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াননি এবং আওয়ামী লীগ সরকারকে সমর্থন করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন শিক্ষককে বয়কট করা হয়েছে, ফলে তারা ক্লাস নিতে পারছেন না।

শিক্ষার্থীদের মতে, তারা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেছিলেন এবং যোগাযোগ করা কিছু শিক্ষকের মতে, শিক্ষার্থীদের ঠান্ডা করতে প্রতিটি বিভাগের একাডেমিক কমিটি এই শিক্ষকদের অপসারণ করেছে।

আইন অনুষদে ৪ জন শিক্ষক, ব্যবসায় অধ্যয়ন অনুষদে ১৩ জন শিক্ষক, সামাজিক বিজ্ঞান অনুষদে ১২ জন শিক্ষক, শিল্প অনুষদে ১২ জন শিক্ষক (যার মধ্যে ১ জন একজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করছেন), জীববিজ্ঞান অনুষদে ৪ জন শিক্ষক (যার মধ্যে ১ জন প্রতিবাদ করছেন), বিজ্ঞান অনুষদে ১ জন শিক্ষক, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ২ জন শিক্ষক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং হোম ইকোনমিক্স ইনস্টিটিউটে ২ জন শিক্ষক এবং চারুকলা অনুষদে ৪ জন শিক্ষক ক্লাস নিতে পারছেন না।

কয়েকজনকে আন্দোলনের সময় বয়কট করা হয়েছিল এবং কয়েকজনকে পরে বয়কট করা হয়েছিল। কেউ কেউ নিজের মর্যাদা রক্ষার জন্য ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন। এই শিক্ষকদের একটি বড় অংশ ছিল আওয়ামী সমর্থক শিক্ষক সংগঠন ‍‍`নীল দল‍‍`-এর।

ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ড. আফজাল হোসেন বলেন, "ভালো এবং খারাপ উভয় মিলেই একটা দল। কিন্তু এখন যেহেতু সরকার পরিবর্তিত হয়েছে আগের দলের সঙ্গে যারা ছিলেন তারা সবাই খারাপ লোক।"

তিনি আরোও বলেন, "আমি একা নই, বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষক ক্লাস নিতে পারছেন না।"

মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক শামসুর রহমান বলেন, "যখন শিক্ষার্থীরা কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ‍‍ নিয়ে একাডেমিক কমিটির কাছে যায় তখন তারা শিক্ষককে আর ক্লাস নিতে দেন না। শিক্ষার্থীদের মতে, তিনি জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশে ছিলেন না।

বলেন সমাজবিজ্ঞান বিভাগের জিনাত হুদা বলেন,"প্রশাসনকে প্রশ্ন করুন কেন আমরা ক্লাস নিতে পারছি না। এটাই আমার উত্তর।” 

প্রসঙ্গত, ১০ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, বর্তমান পরিস্থিতি অন্য কোনো সময়ের মতো না, তাই বিভাগ পর্যায়ে স্বাধীনতা এখন গুরুত্বপূর্ণ। তারা যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং তা কেবল কেন্দ্রীয় প্রশাসনকে জানাতে হবে।

Link copied!