ঢাবিতে ভর্তির আবেদন ২ লাখ ৯৮ হাজার ৪২৯, আয় প্রায় ৩০ কোটি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মার্চ ২২, ২০২৩, ০৫:১২ এএম

ঢাবিতে ভর্তির আবেদন ২ লাখ ৯৮ হাজার ৪২৯, আয় প্রায় ৩০ কোটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া গতকাল সোমবার শেষ হয়েছে । বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির সূত্র অনুসারে এবছর চারটি বিভাগে মোট ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছে। প্রতি আবেদনের ফি ছিলো এজ হাজার টাকা। এই হিসেবে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের  কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা আয় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন,  “এবার সবমিলিয়ে ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে ১ লাখ ২২ হাজার ৮৮৫ জন, বিজ্ঞান অনুষদে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪১ হাজার ৩৬৮ জন, চারুকলা অনুষদে ৭ হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।”

 তিনি আরও  বলেন, “প্রতি আবেদন ফি থেকে ৩৩ টাকা ভ্যাট ও ট্যাক্স এবং বাকি ৯৬৭ টাকার মধ্যে ৪০ শতাংশ ইউজিসিকে দিতে হবে৷ বিভাগীয় শহরে পরীক্ষা পরিচালনাসহ অন্যান্য খাতে এই অর্থ ব্যয় করা হবে।”

প্রসঙ্গত, আসছে ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

২৯ এপ্রিল চারুকলা অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা।এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ১২ মে বিজ্ঞান ইউনিট ও ১৩ মে ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ও ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হলেও চারুকলা ইউনিটের পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

Link copied!