বাংলাদেশের সাথে মিল রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্ষ বরণ উৎসব হয়েছে। ক্লিসি প্রবাসী বাংলাদেশিরা প্রতিবছর এই আয়োজন করেন। গত দুই বছর করোনার কারণে আয়োজন করতে না পারলেও এবছর পয়লা বৈশাখ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশের সাথে মিল রেখে প্রতিবছরই এমন আয়োজন করেন স্থানীয় প্রবাসীরা। নতুন প্রজন্মের কাছে দেশীয় কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরতে এ ধরণের আয়োজন গুরত্ব বহন করে বলে মনে করেন আয়োজকরা। দেশীয় পোষাক, সাজ-স্বজ্জা আর পহেলা বৈশাখের চিরচেনা পান্তা ইলিশে পুরো এলাকা রুপ নেয় এক খন্ড বাংলাদেশে। প্রবাসে শত ব্যস্ততার পরও অনেকেই পরিবার পরিজন নিয়ে হাজির হয়েছিলেন এ আয়োজনে।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, চন্দন বড়ুয়া, স্বপন বড়ুয়া, অতুল বড়ুয়া, শুকমার বড়ুয়া, অসীম বড়ুয়া, রনি বড়ুয়াসহ আরো অনেকে।