সমুদ্রে জন্ম হলো নতুন দ্বীপের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৯, ২০২৩, ০৭:৩২ পিএম

সমুদ্রে জন্ম হলো নতুন দ্বীপের

ছবি: সংগৃহীত

জাপানের প্রশান্ত মহাসাগরের ইয়ো জিমার উপকূলে জেগে উঠেছে একটি নতুন দ্বীপ । জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে নতুন এ দ্বীপটি সৃষ্টি হয়েছে। যেটিকে বিশ্বের নবীনতম দ্বীপ হিসেবে অভিহিত করা হচ্ছে। তবে নতুন এই দ্বীপের এখনও কোনো নাম ঠিক হয়নি।

গত ১ নভেম্বর দ্বীপটিকে শনাক্ত করে জাপানের নৌবাহিনী। তারা দ্বীপটির ছবিও তুলেছে। এতে দেখা যাচ্ছে, ছোট্ট দ্বীপটি তখনো আগ্নেয়গিরির আগুনে পুড়ছিল এবং এটি থেকে ধোঁয়া বের হচ্ছে।

যে এলাকায় নতুন দ্বীপটি আবিষ্কার হয়েছে, সে এলাকাটিতে গত এক বছর থেকে আগ্নেয়গিরির কার্যকলাপ রেকর্ড করছে জেএমএ। 

তবে টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, নতুন দ্বীপ সৃষ্টি হওয়ার মতো শক্তিশালী অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে গত ৩০ অক্টোবর।

টোকিও বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরির ইমেরিটাস অধ্যাপক সেটসুয়া নাকাদা জাপান টাইমসকে বলেন, ওই এলাকায় পানির নিচে অনেক দিন ধরেই ম্যাগমা সৃষ্টি হচ্ছিল। যেটি গত ৩০ অক্টোবর ভেসে ওঠে।

নতুন শনাক্ত হওয়া দ্বীপটি জাপানের মূল ভূখণ্ড থেকে ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ দিকে এবং ইয়ো জিমা দ্বীপ থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত।

জাপানের ওই এলাকা ভূমিকম্পপ্রবণ। আগেও এভাবে সমুদ্রের মাঝে নতুন দ্বীপ সেখানে গড়ে উঠতে দেখা গেছে। তবে প্রতিবারই সেগুলো কয়েক মাসের মধ্যে আবার সমু্দ্রে হারিয়ে গেছে।

প্রশান্ত মহাসাগরের ইয়ো জিমো দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছিল। ওই লড়াইয়ে ৭ হাজার মার্কিনি এবং ২২ হাজার জাপানি সেনা নিহত হয়েছিলেন।
 

Link copied!