শুধু দার্জিলিং নয় বাংলাদেশেও উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেভাবে যাবেন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২৩, ১০:২০ পিএম

শুধু দার্জিলিং নয় বাংলাদেশেও উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেভাবে যাবেন

অগ্রহায়ন শুরু হলো সবে। প্রকৃতিতে এখন হালকা শীত।সর্ব উত্তরের হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড় জেলায় ইতোমধ্যে শুরু হয়েছে শীতের আমেজ। রাতভর টুপটাপ শব্দে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ধানের শীষ বা ঘাসের উপর শিশির কণার মুগ্ধতা, কচি পাতার ডগায় শিশির বিন্দু। কুয়াশা আর শীতের আমেজে মোহময় পরিবেশ সৃষ্টি হয়েছে। শরীরে লাগছে উত্তরের হেমন্তের হিম হাওয়া। পৃথিবীর সর্ববৃহৎ পর্বত হিমালয়ের বুকচিরে জেগে উঠছে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভোর বেলা সূর্য ওঠার সাথে সাথে রূপ লাবণ্য ছড়িয়ে দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা।

প্রতিদিন ভোর থেকে সকাল ১০টা এবং পড়ন্ত বিকেলে বরফের গায়ে সোনালি রোদমাখা কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য মেলে। ভোরের আলোয় এবং বিকেলে পর্বত চূড়াটি পোড়া মাটির রং নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা ঝাপসা হয়ে আসে। তখন রং হয় সাদা। দুর থেকে মনে হয় এ যেন আকাশের গায়ে এক খণ্ড বরফ। কেবল মেঘমুক্ত ও কুয়াশামুক্ত গাঢ় নীল আকাশ থাকলেই দেখা দেয় হিমালয়ের এই পর্বত শৃঙ্গ। তবে আকাশে মেঘ বা কুয়াশা থাকলে অনেক সময় নিরাশ হয়ে ফিরে যেতে হয় দর্শনার্থীদের।

কাঞ্চনজঙ্ঘা ভারতের অন্যতম এক সর্বোচ্চ শৃঙ্গ। ১৮৫২ সালের আগে পৃথিবীর সৰ্বোচ্চ শৃঙ্গ বলেই ধারণা করা হত কাঞ্চনজঙ্ঘাকে। বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘার চূড়া। ৮ হাজার মিটারেরও (২৬ হাজার ফুট) অধিক উচ্চতা এই পর্বতের।

৫টি পর্বতচূড়ার কারণে একে ‘তুষারের ৫টি ঐশ্বৰ্য’ বলা হয়। সিকিম ও দার্জিলিংয়ের স্থানীয়রা এই পর্বতকে পবিত্র বলে মনে করায় পূজা করেন।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

ঢাকা থেকে পঞ্চগড় বা তেঁতুলিয়া অথবা বাংলাবান্ধায় যেতে পারেন দূরপাল্লার কোচে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা বা দ্রুতযান এক্সপ্রেসে করে যেতে পারেন পঞ্চগড়।

এরপর পঞ্চগড় থেকে বাস, মাইক্রোবাস, কার বা যে কোনো যানবাহনেই পৌঁছাতে পারবেন তেঁতুলিয়া উপজেলায়।

তেঁতুলিয়া জেলা পরিষদের দুটি ডাকবাংলো আছে। উপজেলা প্রশাসনের পিকনিক কর্নার ও বেরং কমপ্লেক্স নামে দুটি আবাসন আছে।

এ ছাড়াও উপজেলা সদরে বেসরকারি ব্যবস্থাপনায় বেশ কয়েকটি হোটেল গড়ে উঠেছে। ডাকবাংলো থাকতে চাইলে আগে থেকে বুকিং দিতে হবে।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকা থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখতে পারবেন।

খরচ

নন-এসি বাসে খরচ জনপ্রতি ৯০০-১১০০ টাকা আর এসি বাসের ভাড়া ১৩০০-১৯০০ টাকা। পঞ্চগড় নেমে লোকাল বাসে করে যেতে হবে তেঁতুলিয়ায়। ভাড়া পড়ে জনপ্রতি ৫০-৬০ টাকা।

দর্শক আজ এই পর্যন্তই, দ্য রিপোর্ট ডট লাইভের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ তথ্যের জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন।

Link copied!