ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩৫ জন মারা গেছেন।শনিবার (২১ আগস্ট) গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রাগে আক্রান্ত হয়ে সারাদেশে ২৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৭ হাজার ৭৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেন। আর চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৫০৯ জন রোগী।
শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ৩২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল। জুনে ১৭২ জন। জুলাইয়ে এসে ২ হাজার ২৮৬ জন হয়েছে। তাতে সব মিলিয়ে এ বছরের প্রথম সাত মাসে ডেঙ্গুতে মোট শনাক্ত দাঁড়ায় ২ হাজার ৬৫৮ জন। জুলাই থেকেই পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে। আগস্টে এসে চিত্রটি উদ্বেগজনক হয়ে পড়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,শনিবার (২১ আগস্ট)পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে শুধু ঢাকা বিভাগের হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছে ২৫৭ জন। অন্য বিভাগের হাসপাতালগুলোতে ২১ জন ভর্তি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ৭ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত হয়েছে। এসব রোগীর মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৫০৯ জন। বর্তমানে ভর্তি রয়েছে ১ হাজার ২০৬ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ১১৯ ডেঙ্গু রোগী।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত সাত মাসে ১২ জনের হয়েছে। আর তিন সপ্তাহে দিনে ২৩ জনের মৃত্যু হয়।