জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে চায় তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২১, ১২:৩১ পিএম

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে চায় তালেবান

জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার আগ্রহ প্রকাশ করেছে তালেবান। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সোমবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘের কাছে লেখা এক চিঠিতে এই আগ্রহ ব্যক্ত করেন। জাতিসংঘের একটি কমিটি এই অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, তালেবানের জাতিসংঘে সাধরণ অধিবেশনে আলোচনায় যোগ দিতে চাওয়ার অনুরোধ যাচাই করবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াসহ ৯ সদস্যের একটি কমিটি। তবে আগামী সোমবার (২৭ সেপ্টেম্বর) সাধারণ সভা শেষ হওয়ার আগে এই কমিটির বৈঠকে বসার সম্ভাবান নেই বলেও জানিয়েছেন জাতিসংঘের ওই মুখপাত্র। 

ফলে জাতিসংঘের নিয়ম অনুযায়ী ততোদিন (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত আশরাফ গনির সরকার মনোনীত গুলাম ইসাকজাই আফগানিস্তানের মুখপাত্র হিসেবে বিবেচিত হবেন। ২৭শে সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

তবে গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান জানিয়েছে, জাতিসংঘে আফগানিস্তানের আশরাফ গনি সরকারের নিযুক্ত পূর্ববর্তী দূত এখন আর দেশটির প্রতিনিধিত্ব করে না। তারা এরই মধ্যে সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের দূত হিসেবে মনোনয়ন দিয়েছে।

এমনকি সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে বিশ্বের অনেক দেশ এখন আর স্বীকৃতি দেয় না বলেও মন্তব্য করেছে তালেবান।

Link copied!