ভারত-চীন সীমান্তে যাচ্ছেন রাহুল

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০২:৫৯ পিএম

ভারত-চীন সীমান্তে যাচ্ছেন রাহুল

ভারত-চীন সীমান্ত পরিস্থিতি দেখতে গালওয়ান এবং প্যাংগংয়ে যেতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । বৃহস্পতিবার রাজ্যসভায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পূর্ব লাদাখে অচলাবস্থা কাটতে চলেছে বলে দাবী করার পর ৩০ সদস্যের একটি পর্যবেক্ষণ  কমিটি গঠন করা হয়। কমিটিতে রাহুল গান্ধী ছাড়াও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, এসিপি প্রধান শরদ পাওয়ারও রয়েছেন।

রাজনাথ জানান, প্যাংগং হ্রদের উত্তর-দক্ষিণ বরাবর এলাকা থেকে সেনা সরানোর বিষয়ে দু'পক্ষ আলোচনা শুরু করেছে । দুই দেশই দ্রুত সীমান্ত থেকে সেনা সরাতে চান বলেও জানান তিনি। এই বক্তব্যের সূত্র ধরেই শুক্রবার রাহুল গান্ধী বলেন, 'মোদী সরকার ভারতের একটি অংশ চীনের হাতে তুলে দিয়েছে এবং বিরোধীদের এই নিয়ে প্রশ্ন করতে দিচ্ছে না।'

তিনি আরও বলেন, এর আগেও কেন্দ্র জানিয়েছিল লাদাখে চীন কোনও জমি দখল করেনি কিন্তু স্যাটেলাইট চিত্রে সরকারের সমর্থনে কোনও যুক্তি মেলেনি। তাই এবারও অচলাবস্থা কাটার নিয়ে সরকারের দাবিকে মানতে পারছেন না বিরোধী দলগুলো।

Link copied!