যৌন নির্যাতন: কানাডার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২৩, ১০:৪৪ এএম

যৌন নির্যাতন: কানাডার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা গ্রেফতার

আটকিয়ে রাখাসহ একাধিকবার যৌন নির্যাতন করার অভিযোগে কানাডার একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সিবিসি, টরোন্টো সানসহ বেশ কয়েকটি কানাডিয়ান গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কানাডার অন্টারিও রাজ্যেরে রাজধানী টরেন্টোর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৬৪ বছর বয়সী গ্রেপ্তার হওয়া হোসে মারিও গুইলোম্বোর বিরুদ্ধে এক নারীকে পাঁচবার যৌন নির্যাতন করার অভিযোগ রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে ওই ভুক্তভোগী নারীকে জোরপূর্বক আটকে রাখারও অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে গুইলোম্বোকে গ্রেপ্তার করা হয়েছে বলে টরেন্টো পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পুলিশের ধারণা গুইলোম্বোর যৌন নিপীড়নের শিকার এধরণের আরও ভুক্তভোগী থাকতে পারে।

মানবাধিকার পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’র (সিএইচআরআইও) প্রতিষ্ঠাতা হচ্ছেন হোসে মারিও গুইলোম্বো। তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায়, মানবাধিকার বিষয়ক কাজ ও অভিবাসন নিষ্পত্তিতে সহায়তা করার জন্য  গুইলোম্বো অসংখ্য পুরষ্কার ও স্বীকৃতি পেয়েছেন।

টরেন্টো পুলিশের মুখপাত্র কন্সট ভিক্টোর কেওয়ংয়ের বরাত দিয়ে সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, অভিবাসন নিষ্পত্তিতে হোসে মারিও গুইলোম্বোর বেশ সুনাম রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সময়ে এক নারী অভিবাসন বিষয়ে পরামর্শের জন্য তার সাথে দেখা করার জন্য গুইলোম্বোর অফিসে যান। পুলিশ জানায়, ওই সময়ে অফিসেই একাধিকবার ওই নারীকে যৌন নির্যাতন করেছেন গুইলোম্বো। তার বিরুদ্ধে অভিযোগ হলো-ওই নারীকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে এবং আটকে রাখা হয়েছিল।

এই অভিযোগের বিষয়ে জানতে সিএইচআরআইও অফিসে যোগাযোগ করলে সিবিসি নিউজকে সংস্থাটির এক কর্মকর্তা জানান, এগুলো শুধুমাত্র অভিযোগ ছাড়া আর কিছু নয়।

Link copied!