৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে একা দেখে জ্ঞান হারালো ছাত্র, হাসপাতালে ভর্তি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৮:০৬ পিএম

৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে একা দেখে জ্ঞান হারালো ছাত্র, হাসপাতালে ভর্তি

পরীক্ষার হলে ঢুকে ৫০ জন ছাত্রী দেখেই ঘাবড়ে যায় এক ছাত্র। এতজন মেয়ের মাঝে একা বসতে হবে ভেবেই হাত-পা কাঁপতে শুরু করে তাঁর। হঠাৎ জ্ঞান হারিয়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

সংবাদ সংস্থা এএনআইয়ে জানা গেছে, ঘটনা ঘটেছে বিহারের আল্লামা ইকবাল কলেজে। ওই ছেলের নাম শঙ্কর। জানতে পারে ৫০০ ছাত্রীর মাঝে সে একাই। একপর্যায়ে পরীক্ষার হলে জ্ঞান হারিয়ে ফেলে।

বুধবার বিহারের বিহারের নালন্দার ব্রিলিয়ান্ট কনভেন্ট প্রাইভেট স্কুলে সে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে যায়। সেদিন ছিল গণিত প্রথম পত্রের পরীক্ষা।

শঙ্করের আত্মীয় জানান, দ্বাদশ শ্রেণির ছাত্র শঙ্কর পরীক্ষার হলে ৫০০ ছাত্রীর মধ্যে নিজেকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে। তার শরীরে জ্বর আছে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে অবশ্য ব্যাপারটিকে নিয়ে হাসি-তামাশায়ও মেতে উঠেছেন।

চিকিৎসকরা জানান, আপাতত শঙ্করের অবস্থা স্থিতিশীল। তাঁর চিকিৎসা চলছে।

Link copied!