অক্টোবর ১৮, ২০২৩, ০৯:৫২ এএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও ইউক্রেনকে আরও ১০ হাজার কোটি ডলার সহায়তা দিতে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করতে চান।
মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১০ হাজার কোটি ডলারের একটি অংশ তাইওয়ানকে সহায়তা দিতে মেক্সিকো সীমান্ত সুরক্ষিত করতেও ব্যয় হবে।
প্রতিবেদনে জানা যায়, ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে বিলটি উত্থাপন করার বিষয়টি অনেক দূর এগিয়ে গিয়েছে। মার্কিন সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বিষয়টি এখনো কংগ্রেসে উত্থাপন করা হয়নি। উত্থাপনের পর আশা করা হচ্ছে, সরকার ও বিরোধী উভয় পক্ষ থেকে সমর্থন পাবে।
এক বছর ধরে দেশ তিনটিকে এই অর্থসহায়তা দেয়া হবে—বিশেষ করে ইসরায়েল ও ইউক্রেনকে বলে জানিয়েছে আরেকটি সূত্র। বিলটির বিস্তারিত ও খুঁটিনাটি নিয়ে এখনো কাজ করা হচ্ছে।
এর আগে ইউক্রেনের জন্য তিন মাস মেয়াদে ২৪ বিলিয়ন ডলার অর্থসহায়তা অনুমোদন করেন রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থি। এর পরপরই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তাঁর দলের এক আইনপ্রণেতা এবং ভোটাভুটি হলে পদ হারান ম্যাকার্থি।
ইউক্রেনকে সহায়তা দিতে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা খুব একটা উৎসাহী নন। অন্যদিকে ইসরায়েলকে আর্থিক ও সামরিক সহায়তা দেয়ার ব্যাপারে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলেই আইনপ্রণেতারাই সহমত পোষণ করছেন।
এর আগে কংগ্রেসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা মাইকেল ম্যাকল গত সপ্তাহে সীমান্ত নিরাপত্তা বিলের সঙ্গে বিদেশি সহায়তা বিলকে সংযুক্ত করার প্রস্তাব করেছিলেন। তাঁর প্রস্তাব গৃহীত হলে হয়তো বাইডেন উত্থাপিত বিলে বৈদেশিক সহায়তার পাশাপাশি সীমান্ত সুরক্ষা বিলও যুক্ত হবে।