ইসরায়েলে এবার সরাসরি হামলার নির্দেশ খামেনির

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১, ২০২৪, ০১:২৪ পিএম

ইসরায়েলে এবার সরাসরি হামলার নির্দেশ খামেনির

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইলি হানিয়াকে গুপ্তহত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

স্থানীয় সময় বুধবার (১ আগস্ট) ভোরে ইরানের রাজধানী তেহরানে হামলায় একজন দেহরক্ষীর সঙ্গে হামাসের প্রধান ইসমাইলি হানিয়াও নিহত হন। এ ঘটনায় প্রতিশোধ নিতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবার সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল প্রতিবেদনটি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব হিসেবে ইসরায়েলের ওপর সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। তিনজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এই তথ্য সামনে আনা হয়েছে। ওই ৩ কর্মকর্তার মধ্যে দুজন রেভোল্যুশনারি গার্ড সদস্য।

ইসমাইলি হানিয়কে হত্যার পর ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

নিউইয়র্ক টাইমসের, হামাস প্রধান ইসমাইলি হানিয়া নিহত হয়েছেন বলে ইরান ঘোষণা দেয়ার পর পরই খামেনি স্থানীয় সময় বুধবার (৩১ জুলাই) সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এই আদেশ দেন বলে জানিয়েছেন রেভল্যুশনারি গার্ডের দুই সদস্যসহ তিনজন ইরানি কর্মকর্তা। তারা তাদের নাম প্রকাশ করতে চাননি। কারণ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার জন্য তারা অনুমোদিত কেউ নন। ইরান ও হামাস এই হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইসরায়েল

Link copied!