ইউক্রেনের হেলিকপ্টার ও বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২২, ০৭:৪১ পিএম

ইউক্রেনের হেলিকপ্টার ও বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক ও খারকিভে ইউক্রেনের একটি হেলিকপ্টার ও যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালেয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের স্লোভিয়ানস্কের কাছে একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং খারকিভ অঞ্চলে একটি এসইউ-২৫ বিমান ভূপাতিত করেছে রুশ বাহিনী। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে মস্কোর এই দাবি যাচাই করতে পারেনি।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান আরও বাড়ানোর ঘোষণা দেওয়ার পরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়  এই খবর দিল।

এদিকে, আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। দনবাস এলাকা সফরকালে শোইগু রুশ কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলেন এবং রুশ সামরিক কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এ ছাড়া ইউক্রেনের সেনারা দনবাসের বেসামরিক জনগণের ওপর যে গোলাবর্ষণ করছে তা ঠেকানোর উপায় নিয়ে তিনি আলোচনা করেন।

Link copied!