ইরানে ভূমিকম্পে অন্তত পাঁচ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২, ২০২২, ১০:৩১ পিএম

ইরানে ভূমিকম্পে  অন্তত পাঁচ জনের মৃত্যু

ইরানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোররাতের এ ভূমিকম্পের পরে ওই এলাকায় আরও দু’টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। 

ইরানের পারস্য উপসাগর উপকূলীয় প্রদেশ হরমোজগানের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেন, 'এ ভূমিকম্পে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত ১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলমান আছে, জরুরি আশ্রয়ের জন্য আমরা এখন তাঁবুর ব্যবস্থা করছি।'

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর ৬ দশমিক ৩ মাত্রার এবং ৬ দশমিক ১ মাত্রার আরও দুটি ভূমিকম্প হয়, এতে পারস্য উপসাগর উপকূলের গ্রাম সায়েহ ধ্বংসস্তূপে পরিণত হয়। 

Link copied!