গোতাবায়ার দেশ ছাড়ার গুঞ্জন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২২, ০৮:৪৪ এএম

গোতাবায়ার দেশ ছাড়ার গুঞ্জন

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে গেছেন বলে গুঞ্জন উঠেছে। ব্যাপক বিক্ষোভের মুখে শনিবার নিজের বাসভবন থেকে সরে পড়েন গোতাবায়া। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে সোমবার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি বিমানঘাঁটিতে দেখা গেছে। এর পর থেকেই এ গুঞ্জন চলছে। 

গত শনিবার হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী কলম্বোয় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সরকারি বাসভবন টেম্পল ট্রিতে ঢোকেন। এর কিছুক্ষণ আগেই নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রেসিডেন্টের প্রাসাদ ছেড়ে পালান গোতাবায়া রাজাপক্ষে।

বিক্ষোভকারীরা টেম্পল ট্রিতে ঢোকার কয়েক ঘণ্টা পর শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে ঘোষণা দেন, ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে’ প্রেসিডেন্ট গোতাবায়া বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। শ্রীলঙ্কার একজন নেতৃস্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, ৭৩ বছর বয়সী গোতাবায়া প্রথমে নৌবাহিনীর একটি স্থাপনায় আশ্রয় নিয়েছিলেন। পরে তাঁকে কাতুনায়েকে বিমানঘাঁটিতে নেওয়া হয়। কাতুনায়েক বিমানঘাঁটি শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সীমানা লাগোয়া। তবে কয়েকটি মাধ্যম বলছে, গোতাবায়া শ্রীলংকাতেই আছেন।

 

Link copied!