জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র ফাঁস, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৭, ২০২১, ০৮:২৮ পিএম

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র ফাঁস,  গ্রেপ্তার ২

জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের সামরিক সরকারের পক্ষত্যাগকারী রাষ্ট্রদূত কিওয়া মোয়ে তুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। গ্রেপ্তারকৃতরা মিয়ানমারের  নাগরিক বলে জানা গেছে। তবে এই  ঘটনার পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার।

নিউইয়র্কে মার্কিন অ্যাটর্নি জেনরেলের অফিস সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ফিও হেইন হুত ও ইয়ে হেইন যাউ ভাড়া করা আততায়ীর মাধ্যমে জান্তা সরকারের পক্ষত্যাগকারী রাষ্ট্রদূত চিয়াও মোয়ে তুনের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন যাতে ওই পদ থেকে তিনি সরে দাঁড়ান।

মার্কিন অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিও হেইন হুত ও ইয়ে হেইন যাউ একসঙ্গে জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যা বা আহত করার পরিকল্পনা করেছিলেন। আমেরিকার মাটিতে এই হামলা করার পরিকল্পনা করা হচ্ছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ বিদেশি কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিরাপত্তায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে নিরলস চেষ্টা করে যাচ্ছে, তাকে আমরা ধন্যবাদ জানাই।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর যুগ্ম পরিচালক জ্যাকুলিন মাগুইরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে আমরা আটক করেছি। নিউইয়র্ক সিটির ওয়েস্টচেস্টার কাউন্টিতে থেকে তারা এই মিয়ানমারের রাষ্ট্রদূতের ওপর হামলার পরিকল্পনা করেছেন।

তিনি আরও জানান, আমাদের আইন যুক্তরাষ্ট্রের সব অংশের জন্যে প্রযোজ্য। তারা আইন ভেঙ্গে গুরুতর অন্যায় করেছেন। তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।

গ্রেপ্তার হওয়াদের একজন ফিও হেইন হুত এফবিআইকে জানিয়েছেন থাইল্যান্ডের একজন অস্ত্র ব্যবসায়ী অনলাইনে তার সঙ্গে যোগাযোগ করেন এবং রাষ্ট্রদূতের ওপর হামলা করার জন্য তাকে অর্থ দেবেন বলে জানান। পরে ইয়ে হেইনকে তাদের ষড়যন্ত্রে যুক্ত করেন ফিও হেইন। এরই মধ্যে জুলাই মাসে ফিও হেইনের একাউন্টে ৪ হাজার ডলার পাঠানো হয়।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থান করার পর থেকে জাতিসংঘে দেশটির নিয়োজিত রাষ্ট্রদূত কিওয়া মোয়ে তুন জান্তা সরকারের কড়া সমালোচনা করে আসছেন। জান্তা সরকার  তাকে বরখাস্ত করলেও তিনি বিশ্ব দরবারে বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব অব্যাহত রেখেছেন।

Link copied!