তাহলে জুলিয়ান অ্যাসাঞ্জ ও কাসেমের জন্য মায়াকান্না নেই কেন, যুক্তরাষ্ট্রকে প্রশ্ন রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১, ২০২৩, ০৫:০২ পিএম

তাহলে জুলিয়ান অ্যাসাঞ্জ ও কাসেমের জন্য মায়াকান্না নেই কেন, যুক্তরাষ্ট্রকে প্রশ্ন রাশিয়ার

গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন সাংবাদিককে মুক্তি দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিাম দেশগুলোর নেতাদের এক হাত দেখিয়েছে রাশিয়া। দেশটির দাবি, আটক সাংবাদিককে ছেড়ে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো যেভাবে মায়াকান্না করছে, পশ্চিমাদের হাতে আটক উইকিলিকসের প্রধান নির্বাহী জুলিয়ান অ্যাসাঞ্জ এবং রুশ গণমাধ্যম স্পুটনিকের সাংবাদিক মারাত কাসেমের জন্য একই মায়াকান্না নেই কেন?

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার সিএনএনের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাশিয়ার প্রতি ওই সাংবাদিককে ছেড়ে দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সাথে সুর মিলিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও ওই মার্কিন সাংবাদিকের মুক্তি চান।

জো বাইডেন ও ইইউর শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেলের আহবান জানানোর পরিপ্রেক্ষিতে তাদের উদ্দেশ্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ওই প্রশ্ন করেন।

সম্প্রতি গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ইভান গার্শকোভিচকে আটক করা হয়েছে।

ইইউর শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল এক টুইটবার্তায় বলেছেন, সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ইভান গার্শকোভিচকে গ্রেফতার করে ঠিক করেনি মস্কো। তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক।

 

এই টুইটবার্তার জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যে এবং রুশ সাংবাদিক কাসেমকে লাৎভিয়ায় অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। এ ব্যাপারে আপনাদের কোনো উদ্বেগ-উৎকণ্ঠা দেখছি না কেন?”

Link copied!