প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আফগান নারী বিচারকেরা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ০৪:১০ পিএম

প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আফগান নারী বিচারকেরা

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে দায়িত্ব পালন করা দুই শতাধিক নারী বিচারক এখন নিজেদের প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। যে আসামিদের এতদিন সাজা দিয়েছিলেন এসব নারী বিচারক, তারা এখন কারাগার থেকে বেরিয়ে হুমকি–ধামকি দেয়াতে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে দেশটির নারী বিচারকদের অনেককেই।

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন জাজেসের মতে, অনেককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং অনেকে ইতোমধ্যে আত্মগোপনে রয়েছে। আফগান পুরুষদের তুলনায় অনেক বেশি আফগান নারীর জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের অভাব রয়েছে।

বেশ কয়েকজন প্রাক্তন নারী বিচারপতি বলেছেন, তালেবান কর্মকর্তারা তাদের ব্যক্তিগত তথ্য আদালতের রেকর্ড থেকে সংগ্রহ করে রেখেছে এবং কারও কারও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। অনেকে বলছেন সরাসরি তাদের হুমকি দেওয়া হয়েছে।

ওয়াহিদা (২৮) নামের এক সাবেক বিচারপতি বলেন, ‘আমরা আমাদের সবকিছু হারিয়েছি - আমাদের চাকরি, আমাদের বাড়ি, আমাদের জীবনে কিছু ছিলো তার সবই।’

উল্লেখ্য,তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের আগে, ২৭০ এরও বেশি নারী বিচারপতি আফগানিস্তানের দুর্নীতিগ্রস্ত, পুরুষ-শাসিত বিচার ব্যবস্থায় কাজ করেছিলেন। মহিলাদের বিরুদ্ধে সহিংসতার মামলা পরিচালনার জন্য বিশেষ পুলিশ ইউনিট এবং প্রসিকিউশন অফিস সহ নারী বিচারকদের নিয়ে বিশেষ আদালত গঠন করা হয়েছিল।

Link copied!