প্রিন্স ফিলিপের শেষকৃত্য ১৭ই এপ্রিল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২১, ০৫:৪৭ পিএম

প্রিন্স ফিলিপের শেষকৃত্য ১৭ই এপ্রিল

যুক্তরাজ্যের  বাকিংহাম প্রাসাদ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে ডিউক অব এডিনবরা  প্রিন্স ফিলিপের শেষ কৃত্য আগামী শনিবার ১৭ই এপ্রিল উইন্ডসরে অনুষ্ঠিত হবে।

তবে ডিউকের শেষ কৃত্য রাষ্ট্রীয় পর্যায়ে হবে না। সেটি হবে "রাজপরিবারের আনুষ্ঠানিক রীতি অনুযায়ী রাজকীয় অন্ত্যেষ্টি", এই তথ্য জানিয়ে বাকিংহাম প্রাসাদের মুখপাত্র বলেছেন "ডিউকের শেষ কৃত্য হবে তার শেষ ইচ্ছা মেনে"।

তাঁর কফিনের ওপর সাজানো রয়েছে পুষ্পস্তবক। ছবি: সংগৃহীত

 প্রাসাদ থেকে জানানো হয়েছে আগামী শনিবার ১৭ই এপ্রিল ব্রিটিশ স্থানীয় সময় বিকাল তিনটায় তার শেষ কৃত্য হবে।

এই অনুষ্ঠানে তাঁর বর্ণময় দীর্ঘ জীবনের নানা দিক প্রতিফলিত হবে। মহামারির নিয়মবিধি মেনে প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠান সীমিত আকারে করা হবে বলে জানানো হয়েছে।

রানি এই অনুষ্ঠানের পরিকল্পনা অনুমোদন করেছেন।

উইন্ডসর কাসেলের নিজস্ব চ্যাপেল সেন্ট জর্জেস চ্যাপেলে ডিউক অফ এডিনবারার মরদেহ শায়িত রাখা হয়েছে। প্রাসাদ থেকে জানানো হয়েছে, তাঁর কফিন ঢাকা আছে তার ব্যক্তিগত পরিচিতি বহনকারী কাপড়ে এবং তার ওপর সাজানো রয়েছে পুষ্পস্তবক।

 এই সেন্ট জর্জেস চ্যাপেলে প্রিন্স ফিলিপের অন্ত্যেষ্টি অনুষ্ঠান হবে। ছবি: সংগৃহীত

তাঁর মরদেহ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হবে না।

শনিবার তার কফিন উইন্ডসর কাসেলের প্রবেশদ্বার থেকে গাড়িতে তোলা হবে। ডিউক নিজেই এই যাত্রার পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন।

প্রাসাদ থেকে বলা হয়েছে, প্রিন্স অফ ওয়েলস, প্রিন্স চালর্স সহ রাজপরিবারের সদস্যরা ডিউক অফ এডিনবারার কফিনের পেছনে পায়ে হেঁটে চ্যাপেলে যাবেন, তবে রানি যাবেন আলাদাভাবে।

 

 

Link copied!