বাগদানের ফটোশ্যুটের সময় বজ্রপাতে হবু স্ত্রীর পাশেই মারা গেলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৯, ২০২২, ০৯:৪১ পিএম

বাগদানের ফটোশ্যুটের সময় বজ্রপাতে হবু স্ত্রীর পাশেই মারা গেলেন যুবক

মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। আনন্দ বা দুঃখে থাকা মানুষ যেকোনো সময় পাড়ি দেন মৃত্যুর জগতে। তেমনি বিয়ের বাগদানের ফটোশ্যুটের সময় বজ্রপাতে হবু স্ত্রীর পাশেই মারা গেলেন ঘর বাধার স্বপ্ন দেখা এক যুবক। গত বুধবার চীনের ইউনান প্রদেশে এ ঘটনা ঘটে।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের বাগদান অনুষ্ঠান উপলক্ষ্যে বিখ্যাত পর্যটন কেন্দ্র জেড ড্রাগন স্নো মাউন্টেনের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ফটোশ্যুটের জন্য যান হবু বর ও কনে। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে একের পর এক ছবি তুলছিলেন দুজন। তখনই হঠাৎ বজ্রাঘাত হয়। সেই বজ্রাঘাতে মারা যান হবু বর।

ঘটনার পর খবর পেয়ে সেখানে ছুটে যান উদ্ধারকারী দলের সদস্যরা। তুমুল বৃষ্টির মধ্যে যুবকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন তারা।

২০১৭ সালের একটি প্রতিবেদনে দেখা গেছে, বজ্রপাতে প্রতি বছর চীনে প্রায় ৪ হাজার লোক নিহত বা আহত হয়।

Link copied!