রুশ অভিযানে ১২ সাংবাদিক নিহত: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৭, ২০২২, ০৭:৫৫ পিএম

রুশ অভিযানে ১২ সাংবাদিক নিহত: ইউক্রেন

রুশ অভিযানের শুরুর পর ইউক্রেনে এ পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এই খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের চিফ প্রসিকিউটর ইরিনা ভেনেডিক্টোভা। তিনি আরও বলেন, চলমান আগ্রাসনে অন্তত ১০ সাংবাদিক আহত হন।

ইউক্রেনের এই আইনপ্রণেতা জানান, নিহত বিদেশি সাংবাদিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ার‍ল্যান্ড এবং রাশিয়ার নাগরিকও রয়েছে। আর আহতদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, সুইজার‍ল্যান্ড এবং আরব আমিরাতেরও রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশের পরপরই ইউক্রেনে সামরিক অভিযানে নামে রুশ বাহিনী। বেসামরিকসহ সামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এখন পর্যন্ত অনেক ইউক্রেনীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। রুশ হামলা থেকে বাদ যাচ্ছে না সাংবাদিকরাও। এদিকে কিয়েভ দাবি করেছে, ইউক্রেনে এ পর্যন্ত ১৬ হাজারের মতো রুশ যোদ্ধা  প্রাণ হারিয়েছেন। এর মধ্যে কয়েকজন জেনারেলও রয়েছেন।

Link copied!