এপ্রিল ২৬, ২০২৪, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল পাঁচটা পর্যন্ত দেশটির ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এই ভোটগ্রহণ হয়। মোট ৮৮ আসনে ভোটদানের হার ৬০ দশমিক ৭ শতাংশ।
সবশেষ খবর অনুযায়ী ভারতের ১৩ রাজ্যের মধ্যে মণিপুর, ছত্তিশগড়, আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ৭০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। অন্যদিকে ভোটদানের হার সবচেয়ে কম উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে। সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২ দশমিক ৬, ৫৩ ও ৫৩ দশমিক ৫ শতাংশ।
সূত্র: আনন্দবাজার পত্রিকা