সু চি দ্রুতই আদালতে হাজির হবেন : মিয়ানমার জান্তাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৩, ২০২১, ০১:০০ এএম

সু চি দ্রুতই আদালতে হাজির হবেন : মিয়ানমার জান্তাপ্রধান

মিয়ানমারের সেনা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অং সান সু চি সুস্থ আছেন এবং কয়েকদিনের মধ্যেই আদালতে হাজির হবেন তিনি।

বৃহস্পতিবার (২০ মে) হংকংয়ের ফিনিক্স টেলিভিশনে দুই ঘণ্টার এক সাক্ষাৎকার দেন হ্লাইং। পুরো সাক্ষাৎকারটি এখনও প্রচার করা হয়নি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারের একটি অংশ প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘অং সান সু চির শরীর সুস্থ রয়েছে। তিনি বাড়িতে রয়েছেন এবং কয়েকদিনের মধ্যে আদালতে হাজির হবেন।’

হ্লাইং তার সাক্ষাৎকার বার্মিজ ভাষায় দিয়েছেন এবং তার বক্তব্য চীনা ভাষায় অনূবাদ করে শোনানো হয়েছে।

সু চির রাজনৈতিক অর্জন সম্পর্কে হ্লাইংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংক্ষেপে, তিনি তার পক্ষে যা কিছু সম্ভব করেছেন।’

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে আটক করা হয়। এরপর থেকে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন এবং তাকে একবারও জনসম্মুখে দেখা যায়নি।

তার বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে গত নির্বাচনে করোনাভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ করা এবং অবৈধভাবে ওয়াকি-টকি রাখা।

এছাড়া তার বিরুদ্ধে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টেও অভিযোগ দায়ের করা হয়েছে। যতগুলো অভিযোগ সু চির বিরুদ্ধে আনা হয়েছে তার মধ্যে এটিই সবচেয়ে গুরুতর।

আগামী সোমবার আদালতে প্রথমবারের মতো সু চির হাজির হওয়ার কথা রয়েছে। তার সঙ্গে দেখা করতে বেশ বেগ পেতে হয়েছে তার আইনজীবীদের।

সূত্র : এএফপি

 

Link copied!