‘নেকড়ে যোদ্ধা’ কিন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২২, ১১:০১ পিএম

‘নেকড়ে যোদ্ধা’ কিন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী

পশ্চিমাদের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়ে ‘নেকড়ে যোদ্ধা’ উপাধি পাওয়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত কিন গ্যাংকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে চীন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) এই নিয়োগের সংবাদ গণমাধ্যমে জানায় বেইজিং।

বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র স্থলে শীর্ষ কূটনীতিক হিসেবে ৫৬ বছর বয়সী কিনকে নিয়োগ দিল বেইজিং। ২০১৩ সাল থেকে চীনের কূটনৈতিক দিক দেখভালের দায়িত্ব ছিল ওয়াংয়ের।

গত বছর থেকে ওয়াশিংটনে বেইজিংয়ের শীর্ষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন কিন। বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক শক্তিধর দুটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার গুরুদায়িত্ব ছিল তাঁর ওপর।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনে জন্মগ্রহণ করেন ‘নেকড়ে যোদ্ধা’ কিন। পশ্চিমা শত্রু দেশগুলোর প্রতি কড়া প্রতিক্রিয়া জানানো চীনা কূটনীতিকদের এই উপনাম দেওয়া হয়।

২০২০ সালে কিন বলেছিলেন, পশ্চিমা বিশ্বে চীনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কারণ ইউরোপীয় ও আমেরিকানরা।  চীনের রাজনৈতিক ব্যবস্থা কিংবা দেশটির অর্থনৈতিক উত্থানকে কখনো মেনে নিতে পারেনি।

কয়েক বছর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দায়িত্বও পালন করেন কিন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সুবাদে তাঁকে ২০১৮ সালের আগে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রায়ই দেখা যেত। ২০১৮ সাল থেকে গত বছর নাগাদ উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন কিন।

পশ্চিমাদের কাছ থেকে চীনের শেখার কিছু নেই—এর আগে দেশটির এমন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন কিন।

Link copied!