শেখ হাসিনার মৃত্যুদন্ড

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৩:০৯ পিএম

শেখ হাসিনার মৃত্যুদন্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী তিনটি পৃথক অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া আরও দুটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালত কক্ষ থেকে রায় সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মামলার অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মামলার রাজসাক্ষী, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে।

এর আগে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সাবেক আইজিপিকে ট্রাইব্যুনালে আনা হয়। বর্তমানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। আইন অনুযায়ী, আত্মসমর্পণ করলে আসামিরা সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ পাবেন।

Link copied!