শাহ আলম সারওয়ার, ছবি: সংগৃহীত
সিকিউরিটিজ আইন ও বিধি লঙ্ঘনের দায়ে আইএফআইসি ব্যাংক পিএলসি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির ৯৮০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রধান কার্যালয়ে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
বিস্তারিত অনুযায়ী, ‘আইএফআইসি গ্যারান্টিড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’ নামে ১,৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হয়। ব্যাংকটি বন্ডটির সরাসরি ইস্যুকারী নয়, কেবল জামিনদাতা হিসেবে কাজ করেছে। তবে বিভিন্ন মিডিয়াতে বন্ডটি ‘আইএফআইসি আমার বন্ড’ নামে প্রচার করা হয়, যা বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।
বিএসইসি জানিয়েছে, তথ্য গোপন করে বিভ্রান্তিমূলক এই প্রচারণা বিনিয়োগকারীদের প্রতারণার মাধ্যমে বিনিয়োগে আকৃষ্ট করার মধ্যে পড়ে। আগের ৯৬৫তম কমিশন সভায়ও একই বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।