ভালোবাসা স্রোতের মতোই সীমাহীন, দূর্বার। শত বাধা-বিপত্তিকে টপকে আপন গতিতে এগিয়ে চলে সম্পর্ক। তবে অনেক সময় কোথাও গিয়ে ছন্দ পতন ঘটে, ভাঙে বহু দিনের স্বপ্ন।
সব বাধা উপেক্ষা করে যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন। যে চলে যাবার তাকে কখনই বাধা দিয়ে আটকে রাখা যায় না। তবে চলে যাওয়া সে ব্যক্তিকে মনে করতে পারেন আজকের এই দিনে। মনের যত অভিযোগ, ঘৃণা, কষ্ট অথবা ক্ষোভ সব ভুলে মাফ করে দিন আপনার সেই প্রাক্তনকে।
আজ ১৭ অক্টোবর। প্রাক্তনকে ক্ষমা করার দিন বা ‘ফরগিভ এন এক্স ডে’(Forgive an Ex Day)।
২০১৮ সাল থেকে যাত্রা শুরু হয় বিচিত্র এ দিবসটির। ওই বছর থেকেই ১৭ অক্টোবর পালিত হয়ে আসছে ‘সাবেক’কে ক্ষমা করে দেয়ার দিন হিসেবে। ২০১৮ সালে মার্ক অ্যান্থনির হাত ধরে শুরু হওয়া এই বিচিত্র দিবসটির চর্চা বেশিরভাগই থাকে সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে। এরই মধ্যে ‘হ্যাশট্যাগ ফরগিভ এন এক্স ডে’ এ ভরে গেছে অনেকের ফেসবুকের নিউজফিড।
ক্ষমা মানব চরিত্রের সবচেয়ে মহৎ একটি গুণ। আজকের এই দিনে সব ভুলে প্রাক্তনকে ক্ষমা করার জন্য প্রয়োজন শুধু একটি ইচ্ছা ও উদ্যোগ। তাই বলতেই পারেন, ‘যাও, আজ ক্ষমা করলাম’।
পুষে রাখা মানেই তো নিরন্তর মানসিক পীড়ন। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রাখা শুধু। কেবলই যেন বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখা। তার চেয়ে প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কেমন হয়! অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ পথ বোধ হয় কমই আছে।
তাই অতীতের ফেলে আসা সব অভিমান ভুলে আজকের এই দিনে ক্ষমা করে দিন সাবেক’কে। নিজের অতীত ভুলে সামনের দিকে পা বাড়ান। নিঃশর্ত ক্ষমাই হতে পারে আজকের দিনের সবচেয়ে বড় মহত্বের প্রকাশ।