অক্টোবর ৪, ২০২৫, ০৫:৫৯ পিএম
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী ১৪৪৭ হিজরির পবিত্র রমজান কবে শুরু হবে, সে সম্পর্কে ধারণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে, রমজান শুরু হতে এখনো ১৩৯ দিন বাকি।
সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে রমজানের চাঁদ উদিত হবে। তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাওয়ায় সেদিন খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না।
ফলে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে রমজান শুরু হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী এ দিনই রমজান শুরুর সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আল জারওয়ান মধ্যপ্রাচ্যে রোজার সময়কাল ও আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন। তিনি জানান, রমজানের শুরুতে আবুধাবিতে সিয়াম পালনের সময় হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট।
মাসের শেষ দিকে সময় বাড়তে বাড়তে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একই সঙ্গে দিনের আলোর দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বেড়ে হবে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিট।