বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১১৩ সীমান্তরক্ষী: বিজিবি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ১০:০৯ এএম

বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১১৩ সীমান্তরক্ষী: বিজিবি

ছবি: সংগৃহীত

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এ পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অন্তত ১১৩ জন সদস্য বান্দরবানের তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

মঙ্গলবার সকালে সীমান্তের সর্বশেষ আপডেটে তিনি জানান, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে এ পর্যন্ত ১১৩ জন বিজিপি সদস্য অস্ত্র ও গোলাবারুদ নিয়ে প্রবেশ করেছেন। বিজিবির কাছে অস্ত্র সমর্পণের পর তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

আহত বিজিপি সদস্যদের কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। 

গত শনিবার (৩ ফেব্রুয়ারি) থেকে সীমান্ত শিবির দখলকে কেন্দ্র করে মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী দলগুলোর সংঘর্ষ চলছে। এর ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশেও। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। 

মিয়ানমার থেকে ছোড়া গুলি-মর্টার বাংলাদেশের ভিতরে এসে বাড়িঘরে পড়ছে। সোমবার মিয়ানমার থেকে আসা গোলায় বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা পুরুষের মৃত্যু হয়। আতঙ্কিত হয়ে অনেকেই বাসাবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন।

দুপুরে দুজনের মৃত্যুর ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা বেড়ে গেছে। 

এদিকে থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদনে জানা যায়, গত চার দিনে রাখাইনে মিয়ানমারের সামরিক বাহিনীর বেশিরভাগ ঘাঁটি আরাকান আর্মি দখল করে নিয়েছে। এ পর্যন্ত সংঘাতে জান্তা বাহিনীর অন্তত ৬২ জন সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

Link copied!