বিএনপির সমাবেশে সংঘর্ষে আহত ১৩০ জন চিকিৎসা নিলেন ঢামেকে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৩, ০৩:০৫ এএম

বিএনপির সমাবেশে সংঘর্ষে আহত ১৩০ জন চিকিৎসা নিলেন ঢামেকে

সংগৃহীত ছবি

পল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পুলিশ, সাংবাদিকসহ মোট ১৩০ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩ জন। 

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত পল্টনের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩০ জন চিকিৎসা নিতে ঢামেকে এসেছেন। এর মধ্যে ৩৩ জন ভর্তি রয়েছেন, বাকিরা চিকিৎসা নিয়ে ছাড়পত্রসহ হাসপাতাল ছেড়েছেন।

যে পুলিশ সদস্য নিহত হয়েছেন, ঢামেকে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক।

বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, এখন যারা চিকিৎসা নিচ্ছেন তাদের কেউ আইসিইউতে নেই। যারা চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় রয়েছেন তাদের বেশিরভাগই ফ্যাকচার হয়েছেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে নয়াপল্টন ও পুরানা পল্টন মোড় এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।

কয়েক সপ্তাহ আগে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিল বিএনপি। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত ছিল। বিএনপির মহাসমাবেশের পাল্টা হিসেবে রাজধানীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।

Link copied!