সংসদে পাস হওয়া ১৬৫ বিলের সবই গণবিরোধী: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩, ২০২৩, ১১:৪১ পিএম

সংসদে পাস হওয়া ১৬৫ বিলের সবই গণবিরোধী: রিজভী

রুহুল কবির রিজভী।

৫ বছর ধরে অবৈধ সংসদে যে ১৬৫টি বিল পাস করেছে তার প্রায় সবই গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ২৭২ কার্যদিবসের এই সংসদ আওয়ামী দলীয় আড্ডাবাজির আখড়ায় পরিণত হয়েছে। পাঁচ বছর ধরে এই অবৈধ সংসদে যে ১৬৫টি বিল পাশ হয়েছে তার প্রায় সবই গণবিরোধী। এটি আওয়ামী লীগের শেষ সংসদ বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গত ৫ বছর ধরে ভুয়া এমপিরা সংসদে দাড়িয়ে কেবল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে মিথ্যাচার, খিস্তি-খেউড়, কুৎসা উদ্গীরন আর আওয়ামী কোটারী স্বার্থ চরিতার্থ করেছেন। সংসদকে জনসম্পৃক্তহীন কথিত জনপ্রতিনিধি দাবিদাররা বিএনপিসহ প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যাচার- প্রপাগান্ডা-হুমকি-ধামকীর বক্তব্য চর্চার ময়দান বানিয়ে ফেলেছিল। তারা সাধারণ জনগণের জন্য কল্যাণকর কিছু করেনি।

রুহুল কবির রিজভী বলেন, গত মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে বলেছে, সংসদ পরিচালনায় প্রতি মিনিটে গড় ব্যয় হয় প্রায় ২ লাখ ৭২ হাজার টাকা। একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় ৬১ ঘণ্টা ২৬ মিনিট ব্যয় হয়েছে। এর আর্থিক মূল্য প্রায় ১০০ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা। কোরাম সংকটের সংসদের ক্ষতি প্রায় ৮৯ কোটি ২৮ লাখ আট হাজার ৭৭৯ টাকা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারনে সরকারি দল একচ্ছত্র ক্ষমতার চর্চা করেছে। তার মানে সংসদকে আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকার খায়েশ পূরণে আপন স্বার্থে যা ইচ্ছা তাই করেছে।

তবে শেষ হওয়া অবৈধ সংসদই আওয়ামী লীগের শেষ সংসদ। তাদের আর ফিরে যাওয়ার পথ নেই। জনগণ চূড়ান্ত লড়াইয়ে নেমেছে। তাদের জীবনবাজী রাখা উদ্বেল আন্দোলনে বিজয় এখন নিশ্চিত। 

Link copied!