নির্বাচনে পর্যবেক্ষক হতে আবেদন করেছে ইইউসহ ৪টি সংস্থা: ইসি

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৩, ০৩:৩৯ পিএম

নির্বাচনে পর্যবেক্ষক হতে আবেদন করেছে ইইউসহ ৪টি সংস্থা: ইসি

সংগৃহীত ফাইল ছবি

ইইউসহ ৪টি সংস্থা এবং ১২ দেশের ৩০ সাংবাদিক বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

মঙ্গলবার (২১ মঙ্গলবার) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। 

অশোক কুমার দেবনাথ জানান, সংস্থা হিসেবে এনডিআই, আইআরআই, আফ্রিকান ইলেক্টোরাল ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়ন আবেদন করেছে।

তিনি আরও বলেন, নির্বাচনে পর্যবেক্ষক হতে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা আবেদন করতে পারবে ৭ ডিসেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির ঘোষণা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। 

এর আগে ৩০ নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে। আর মনোনয়নপত্র বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Link copied!