৪ সেপ্টেম্বর খালেদা জিয়াকে বিদেশ নেয়ার আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১২:১৪ এএম

৪ সেপ্টেম্বর খালেদা জিয়াকে বিদেশ নেয়ার আবেদন

বেশ কয়েকদিন আগেই বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার অনুমতি চেয়ে গত ৪ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছিল। বিএনপি চেয়ারপারসনের ছোটভাই শামীম এস্কান্দর আবেদনটি করেছিলেন। এই বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভ কে নিশ্চিত করেছিলেন বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, আবেদন করার পরেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার  মেয়াদ বাড়িয়ে, জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। 

উল্লেখ্য, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে।

Link copied!