দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।
এই আশঙ্কা করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। আসন্ন হুমকি মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের জন্য সতর্কতা জারিসহ কিছু সুপারিশও করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিচালিত এফএফডব্লিউসি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলছে।
আরও পড়ুন: দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা-যশোরে
সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী উত্তর-পূর্বাঞ্চলীয় জেলাগুলোর নদীগুলোতে পানির স্তর দ্রুত বাড়ছে। যা একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে। আশঙ্কা করা হচ্ছে, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারসহ ঝুঁকিপূর্ণ সব জেলার নদীর তীরে পানি ওঠায় দ্রুতই প্লাবিত হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টায় সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী জেলাগুলোতে প্রাক-বর্ষার পানি প্রবাহ অতিক্রম করতে পারে। বাসিন্দাদের তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন ও সম্ভাব্য সরিয়ে নিতে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সচেতনতার জন্য বিডব্লুউডিবি বন্যা অ্যাপ ও এফএফডব্লুউসি ওয়েবসাইটের মাধ্যমে ও রিয়েল-টাইম আপডেট ও বন্যার পূর্বাভাস ব্যবহার করতে পারেন সম্ভাব্য উপদ্রুত এলাকার বাসিন্দারা। জরুরি প্রয়োজনে সমন্বয়ের জন্য হটলাইন ১০৯০ (টোল-ফ্রি) ও ০১৮৪১-০০২২৯৯ নম্বরে ফোন করতে পারেন।