সব মানুষ বলছে- অধিকার হরণ হয়েছে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২৪, ০১:৪৯ পিএম

সব মানুষ বলছে- অধিকার হরণ হয়েছে: মির্জা ফখরুল

নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “অতি বাম ও অতি ডান সরকারের বিরুদ্ধে এক হয়েছে।” এবার প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়েছেন, “অতি বাম-অতি ডান নয়, সব মানুষ বলছে এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার হরণ করা হয়েছে।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জোর সমালোচনা করে বুধবার (১ মে) মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে তিনি বলে ওঠেন, “গণতন্ত্র ধ্বংস করেছেন, ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, এটাই তো সরকারের অপরাধ। ডামি নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করছে সরকার।”

আরও পড়ুন: বাংলাদেশ তো পেছাচ্ছে না তাহলে সমস্যাটা কোথায়: প্রধানমন্ত্রী

সরকারের বিরুদ্ধে আন্দোলনে জয়ের আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি অতীতেও পরাজিত হয়নি এখনও হবে না। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, আরও প্রস্তুত থাকতে হবে।”

সমাবেশে মির্জা ফখরুল বলেন, “বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলে, খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে। বিএনপি ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে উঠে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।”

আরও পড়ুন: দেশে বেশি গরম পড়ার জন্য নাকি শেখ হাসিনার সরকার দায়ী: ওবায়দুল কাদের

তিনি আরও বলেন, “দেশে লুটপাটের রাজ কায়েম করেছে সরকার। নিজেদের লোকদের সুবিধা দিতে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এখন আর চুপ থাকলে চলবে না। সব রাজনৈতিক দল, মত সবাইকে অধিকার ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আন্দোলনের মাধ্যমে ঈপ্সিত লক্ষ্য অর্জন করা হবে।”

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর হয়ে পল্টন মোড় ঘুরে দৈনিক বাংলা, ফকিরাপুল ও আরামবাগ মোড় ঘুরে আবারও নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তাপপ্রবাহের তীব্রতা উপেক্ষা করেই দলের নেতাকর্মীরা এতে শামিল হন।

Link copied!