দেশে বেশি গরম পড়ার জন্য নাকি শেখ হাসিনার সরকার দায়ী: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

মে ১, ২০২৪, ০৭:০০ পিএম

দেশে বেশি গরম পড়ার জন্য নাকি শেখ হাসিনার সরকার দায়ী: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ/মাহবুব আলম শ্রাবণ

“বিএনপির এক নেতা বলেছে দেশে বেশি গরম পড়েছে এর জন্য দায়ী শেখ হাসিনা সরকার। এমনকি বজ্রপাতে মানুষ মরলেও এর জন্য দায়ী নাকি আওয়ামী লীগ।”

বুধবার (১ মে) মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে এ কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

“আপনারা যাদের কাছে নালিশ করেন তাদের অবস্থাই এখন নাজেহাল। আমেরিকার (যুক্তরাষ্ট্র) ৪০টা বিশ্ববিদ্যালয় এখন বিক্ষোভে উত্তাল। বাইডেন এখন  পেছনের দরজা দিয়ে সমাবেশে যায়”
- ওবায়দুল কাদের
সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ

তিনি বলেন, “বিএনপির নেতারদের গলার জোর যত কমছে তাদের মুখের বিষ আরও বাড়ছে। কর্মীরা ক্লান্ত নেতারা হতাশ কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন। এখনও আন্দোলনের হাঁকডাক বিএনপির মুখে। তাদের আন্দোলনের কথা শুনলে ঘোড়ারও হাসি পায়।”

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের অন্যান্য নেতাকর্মীদের ওবায়দুল কাদের। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ/মাহবুব আলম শ্রাবণ

ওবায়দুল কাদের বলেন, “আন্দোলনের শক্তি তাদের নেই। আন্দোলনে জনগণ লাগে। জনগণ তাদের সঙ্গে নেই। তারা আবার ক্ষমতায় আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দিবে রক্তের স্রোতে। সন্ত্রাসী এই দলের নেতা (তারেক রহমান) লন্ডনে বসে ক্ষমতা (নামক) রিমোট দিয়ে দেশ চালাতে চায়। আন্দোলন করতে হলে রাজপথে আসুন লন্ডনে বসে আন্দোলন হবে না।”

ফখরুলের সম্পর্ক অনেক কথা শোনা যায়। নেতাদের কারও সঙ্গে কারও মিল নেই বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, “বিএনপি নেতাদের মধ্যে যাকে পছন্দ হয় না তাদের কে তারা বলে সরকারের এজেন্ট আমরা এই বিএনপিকে ধ্বংস করতে চাই না। বিএনপি যে অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী। তারা নিজেরাই নিজেদের পতনের জন্য দায়ী।”

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ/মাহবুব আলম শ্রাবণ

বিএনপি নেতাদের ঘরের শত্রু যথেষ্ট বাইরের শত্রু তাদের লাগে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নেতাদের লজ্জাশরম নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন বাংলাদেশটা আমাদের জন্য একটা বোঝা, এখন বাংলাদেশের যে অর্জন, উন্নয়ন আমি তা দেখে লজ্জা পাচ্ছি।”

বিএনপি কটাক্ষ করে তিনি বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী উন্নয়ন দেখিতে পায়, বিএনপি পায় না তারা কালো চশমা পরেছে।”

বিএনপির বিরুদ্ধে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ ও নানা ধরনের অপপ্রচারের অভিযোগ এনে সেতুমন্ত্রী বলেন, “আপনারা যাদের কাছে নালিশ করেন তাদের অবস্থাই এখন নাজেহাল। আমেরিকার (যুক্তরাষ্ট্র) ৪০টা বিশ্ববিদ্যালয় এখন বিক্ষোভে উত্তাল। বাইডেন এখন  পেছনের দরজা দিয়ে সমাবেশে যায়।”

Link copied!