জুলাই ১৫, ২০২৪, ০৭:৫৭ এএম
নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না বলে কোটা বিরোধী আন্দোলনকারীদের কাছে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মন্তব্য করেছেন, “যারা রাজাকার বলে স্লোগান দিচ্ছে তারা কি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানে? মুক্তিযুদ্ধের পাশবিকতা তারা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দুর্ভাগ্য, তারা কি শিখল?”
সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে আন্দোলনকারীদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা ভুলে না যাওয়ারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “সরকারের নেওয়া সুষ্ঠু কর্ম পরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সুশাসন নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূরীভূত করতে পারলে অবশ্যই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব।”
অনুষ্ঠানে প্রশাসনের সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।