রবিবার সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২৩, ১২:০৬ এএম

রবিবার সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রবিবার (২৯ অক্টোবর) আওয়ামী লীগ সারা দেশে ‘শান্তি সমাবেশ’ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ থেকে এ ঘোষণা দেন তিনি।

এদিকে শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে দেশব্যাপী রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।

এ প্রসঙ্গে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, হরতাল এখন ভোঁতা অস্ত্র। এ অস্ত্রে কোনো কাজ হবে না। এদের (বিএনপি) নৈরাজ্যের হরতাল কেউই মানবে না। আমরা শান্তি চাই। এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করব।

সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব ফখরুল কোথায়, বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা তাদের, মহাযাত্রা এখন মরণ যাত্রা। আমরা সেমিফাইনালে গেছি, নির্বাচনে ফাইনাল খেলা হবে।

খুনি ও সন্ত্রাসীদের দল বিএনপি পুরোনো চেহারায় ফিরে এসেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে। তাদের ছাড় দেওয়া হবে না। বিএনপি সন্ত্রাসী দল। তারা তাদের পুরনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অলি গলি দিয়ে পালালেন বিএনপি নেতারা, পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে, কাল থেকে কাউকে পাবেন না। দুপুর পর্যন্ত মরণ কামড় দিতে হবে বলছিলেন বিএনপি নেতারা। নেতারা পালায়, পিছে পিছে কর্মীরাও পালিয়ে গেল। আমরা আছি আমরা থাকব।

Link copied!