অপপ্রচার প্রতিরোধে সক্রিয় হচ্ছে বিএনপি

অরিন সুলতানা

সেপ্টেম্বর ৬, ২০২৩, ০৯:১০ পিএম

অপপ্রচার প্রতিরোধে সক্রিয় হচ্ছে বিএনপি

বিএনপির লোগো। ফাইল ছবি

বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রাজনৈতিক বিভিন্ন বিষয় ধরে প্রোপাগান্ডা, অপপ্রচার ও বানোয়াট সংবাদও দিন দিন বাড়ছে। ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিয়ে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুদান নিয়েছেন- এসব নানা বিষয় নিয়ে বিএনপির নামে বেশ কিছু দিন ধরে গুজব ছড়াচ্ছে। তাই এই ধরনের গুজব প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নিচ্ছে বিএনপি। এগুলো প্রতিরোধে দলটির মিডিয়া সেলের পাশাপাশি আইনজীবীরাও কাজ করবে।

এ প্রসঙ্গে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আমরা এখন আন্দোলনকেন্দ্রিক প্রচার-প্রচারণায় ব্যস্ত। কিন্তু বিএনপিকে ঘিরে অনেকেই অপপ্রচার বা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। সেগুলোর বিরুদ্ধে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে। আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে বিস্তারিত তুলে ধরছি। 

অনেক ক্ষেত্রেই বিভিন্ন সংবাদ মাধ্যমের ব্যানারে ভুয়া একাউন্ট থেকে এমন পোস্টার ও সংবাদ করা হয় যেন মনে হচ্ছে মূল গণমাধ্যমে সেগুলো এসেছে। ফলে সামাজিক মাধ্যমের সাধারণ ব্যবহারকারীরা সহজেই বিভ্রান্ত হচ্ছেন। এতে গুজব প্রতিরোধে সক্রিয় রয়েছে বিএনপি। তাদের মিডিয়া সেল এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য দেয়া নিয়ে কাজ করছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আইনি লড়াইয়েও নামছে দলটি।

ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিয়ের একটি ভুয়া কাবিন নামা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। গত সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর ভুয়া খবর বেশ কয়েকবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে তাদের মিডিয়া সেল বেশ সক্রিয় ভূমিকায় দেখা যায়। 

গুজবের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্যা রিপোর্ট ডট লাইভকে বলেন, গুজবে বিএনপি কান দেয় না, গুজবগুলো ছড়ানো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। বিএনপি চেয়ারপারসন জিয়া হাসপাতালে আছেন, তাঁর চিকিৎসা চলছে। রুমিন ফারহানা ও তারেক রহমানের বিয়ের গুজবে তিনি বলেন ,যারা এই গুজব ছড়িয়েছে তারা দুঃসাহসিকতার কাজ করেছে, তাদের প্রতি তীব্র নিন্দা জানাই। 

গুজবের বিষয়ে তিনি আরও বলেন, গুজবের বিষয়ে আমাদের কিছু বলার নাই। তবে গুজবের বিষয়টা আমাদের মিডিয়া সেল ও আইনজীবীরা দেখছে, যদি তাদের মনে হয় এই গুজবের বিষয় নিয়ে কিছু করতে হবে তাহলে আমাদের আইনজীবীরা রয়েছে।

কয়েকদিন আগে সামাজিক মাধ্যমগুলোতে একটি চেকের ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ৫০ লাখ টাকার একটি চেক ইস্যু করা হয়েছে। সেখানে মির্জা ফখরুল এবং তাঁর স্ত্রীর ছবি দিয়ে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা নিয়ে তিনি বিদেশে গিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মামলা করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। 

তবে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু বলেন, গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার পরিকল্পনা অনেক আগে থেকেই এই সরকার করছে। মানুষকে অন্য দিকে ডাইভার্ট করার জন্য মিথ্যা ছড়াচ্ছে। আমরা এই গুজব নিয়ে মাথা ঘামাচ্ছি না ,আমরা আমাদের  লক্ষ্যের দিকে আগাচ্ছি। 

গুজব নিয়ে তাঁরা আইনি কোনো ব্যবস্থা নিবেন কি না জানতে চাইলে টিপু বলেন , যারা গুজব ছড়াচ্ছে, তারা এই সরকারের অধীনস্ত, বিচার বিভাগও, আইন বিভাগও তাদের অধীনস্ত, তাই বিচার চেয়ে কোনো লাভ নাই।
 

Link copied!