দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা-যশোরে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২৪, ০৬:২৭ পিএম

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা-যশোরে

প্রচণ্ড গরমে পুকুরে গোসল করান পশুপ্রেমী এক যুবক। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ও যশোরে রেকর্ড করা হয়েছে। বুধবার (১ মে) বিকেল তিনটার দিকে এই দুই জেলার ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ১২ শতাংশ।

বুধবার (১ মে) বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, “আজ চুয়াডাঙ্গা ও যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আজ বৃষ্টি হয়েছে। এছাড়া আগামীকাল ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।”

Link copied!