হত্যা-ষড়যন্ত্রের মতো গুজব-সন্ত্রাসেও বিএনপি পাইওনিয়ার : শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২৩, ০৫:২৪ পিএম

হত্যা-ষড়যন্ত্রের মতো গুজব-সন্ত্রাসেও বিএনপি পাইওনিয়ার : শেখ পরশ

বিএনপির মত অবৈধ সংগঠন নির্বাচনে না আসলে কিছু আসে যায় না। - শেখ পরশ। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

অবৈধ, অনির্বাচিত সরকার বসাতে ব্যর্থ হয়ে বিএনপি একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মত অবৈধ অবরোধ এবং হরতাল দিচ্ছে। হত্যা-ষড়যন্ত্রের মত গুজব সন্ত্রাসেও বিএনপি পাইওনিয়ার।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা-১৬ আসনে মিরপুর-১২ বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

তিনি বলেন, বিএনপি গোপনে দেশবিরোধী ভিডিও বার্তা ছড়িয়ে দিচ্ছে। দেশবিরোধী নানা ধরনের গুজব ছড়াচ্ছে। বিএনপি ছাড়াই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে। ওদের অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং করবে। এখন ঐ অবৈধ সংগঠনের মূল উদ্দেশ্য এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির মত অবৈধ সংগঠন নির্বাচনে না আসলে কিছু আসে যায় না। অন্য বিরোধী দল সৃষ্টি হবে। বিকল্প বিরোধী দল, স্বাধীনতার সপক্ষের বিরোধী দল আমরা স্বাগত জানাই। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা জামাত বিরোধী, এমন বিরোধী দল আজকে যুবসমাজের প্রত্যাশা। যারা ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদের বিশ্বাসী সেই রকম রাজনৈতিক দল বাংলাদেশ প্রত্যাশা করে। যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী এবং জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে।

তিনি বলেন, বিএনপির নির্বাচনে আসার গড়িমসির একাধিক কারণ আছে (ক) শেখ হাসিনার সরকারের উন্নয়ন, (খ) অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা ইত্যাদির কারণে জনগণ তাদের প্রত্যাখান করেছে। একারণেই তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, পেট্রোল বোমা মেরে, গ্রেনেড হামলা করে নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া, বাসে আগুন দেওয়া, গবাদী পশু বহন করা গাড়ি পুড়িয়ে দেওয়া, ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারা, এগুলোই হচ্ছে এই জঘন্য সংগঠন, সন্ত্রাসী সংগঠন বিএনপির মূল কর্মসূচি।

বিএনপি-জামায়াতের এই অবৈধ অবরোধের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন-মান স্বাভাবিক রাখতে যুবলীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে রয়েছে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে যুবলীগ ঘরে ফিরবে বলে মন্তব্য করেন সংগঠনটির সাধারণ সম্পাদক।

Link copied!