কণ্ঠরোধ নয়, মানসিক চাপ কমাতে সাইবার নিরাপত্তা আইন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১০, ২০২৩, ১০:২৩ পিএম

কণ্ঠরোধ নয়, মানসিক চাপ কমাতে সাইবার নিরাপত্তা আইন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, অপব্যবহার রোধ, জনগণ ও গণমাধ্যমকর্মীদের মানসিক চাপ কমাতে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। কণ্ঠরোধের জন্য নয়। আইনটি সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য।

বৃহস্পতিবার (১০ আগস্ট) তিনি এ কথা বলেন।

এর আগে তিনি বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় পরিবর্তন এনে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করা হচ্ছে।

নতুন আইনে মোট ধারা ৬০টি। এটি আগামী সেপ্টেম্বরে সংসদে বিল আকারে পাসের জন্য উত্থাপন করা হবে। সেখানে এটি অনুমোদিত হবে বলেও আশার কথা জানিয়েছেন আইনমন্ত্রী।

নতুন এই আইনের বিষয়ে অনুমোদনের পর ঢাকায় এক সংবাদ সম্মেলনে আনিসুল হক বলেন, ‘’সাংবাদিকদের একটা কথা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থাকলে একটা মানসিক চাপের মধ্যে থাকতে হয়। সেটাকেও আমরা ধর্তব্যের মধ্যে নিয়েছি এবং সেই কারণে এই পরিবর্তনগুলো আনা হয়েছে।”

Link copied!