পঞ্চগড় সীমান্তে ভারত থেকে আসা মৃত চিতাবাঘ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০১:৩৭ পিএম

পঞ্চগড় সীমান্তে ভারত থেকে আসা মৃত চিতাবাঘ উদ্ধার

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের আটোয়ারীর তোড়িয়া ইউনিয়নের দাড়খোর সীমান্ত এলাকার নাগর নদী থেকে মৃত একটি বাঘ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বাঘটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বন বিভাগের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা বাঘটির মৃতদেহ উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিতাবাঘটি ভারত থেকে দাড়খোড় সীমান্ত দিয়ে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় এক কৃষকের একটি গরুকে মেরে অর্ধেক খেয়ে ফেলে পালিয়ে যায়। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু হয়েছে মনে করে বিষ প্রয়োগ করেন। চিতাবাঘটি আবার গরুটিকে খেতে আসে। এরপর দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেঁষা নাগর নদীতে চিতাবাঘটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট করা একটি ভিডিওতে দেখা যায়, সকাল ৮টার দিকে দারখোর গ্রামবাসী নদীর পাড়ে চিতাবাঘটিকে দেখতে পায়। এরপর শত শত গ্রামবাসী একজোট হয়ে চিতাবাঘটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে হত্যা করে। পরে চিতাবাঘটিকে একটি বাড়ির সামনে রেখে দেওয়া হয়।  

Link copied!