রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২৩, ০২:৫৪ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। এতে প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটে বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে এ সময় ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকার আশপাশের এলাকা ছাড়াও চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামের দিকে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। সুনির্দিষ্ট স্থান এখনো জানা যায়নি। উৎপত্তির সুনির্দিষ্ট স্থান জানতে কাজ চলছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার কানাইঘাট থেকে সাত কিলোমিটার দূরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক ৫। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসাম রাজ্যের করিমগঞ্জ থেকে ১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। 

ভারতের আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিলেটের কানাইঘাট থেকে আনুমানিক ৭ কিলোমিটার দূরে।

 

Link copied!