নির্বাচনের আগে সব থানার ওসিদের বদলির নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১, ২০২৩, ০৭:৪৪ পিএম

নির্বাচনের আগে সব থানার ওসিদের বদলির নির্দেশ ইসির

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে এ চিঠি জননিরাপত্তা সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। 

এই বদলির আদেশ প্রসঙ্গে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘যেহেতু নির্বাচন কমিশন এই সময়ে প্রশাসনের রদবদলের ক্ষমতা রাখে তাই এটাকে সাধুবাদ জানাচ্ছি।’

তবে ঢালাওভাবে হঠাৎ করে এত কর্মকর্তা বদলিতে জটিলতা হবে কি না এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

দেশের ৬৪ জেলায় ৬০০টির বেশি থানা আছে। এক্ষেত্রে প্রথমে যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকুরিকাল সম্পন্ন হয়েছে তাদের বদলি করতে হবে। ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে বলা হয়েছে।

সর্বশেষ ২০০১ সালে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমান দায়িত্ব নেওয়ার পর এভাবে ওসিদের ঢালাও বদলি করা হয়েছিল। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

Link copied!